ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ হাজীর পাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১ বসতঘর

মোঃআমিন উল্লাহ টিপু ,চন্দনাইশ :

চট্টগ্রামের চন্দনাইশের হাজীর পাড়ায় ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন লেগে একটি বসতঘরে পুড়ে গেছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজীর পাড়া এলাকার মোঃ কামাল মাষ্টার ছেলে আবুল কাশেমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার ছাবের আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই টিনের চালে আগুন ছড়িয়ে পড়ে।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০মিনিটে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চারকক্ষ বিশিষ্ট ৩টি কক্ষ পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আমরা ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি ।

 

 

আমির , সিএনএনবাংলা২৪