ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে নিখোঁজ শিশুর লাশ মিললো ড্রেনে

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার :

 

কক্সবাজার শহরে ছয় বছরের এক শিশুর লাশ মিললো ড্রেনে। পৌরসভার ড্রেন থেকে আশরাফুল ইসলাম রোহান (৬) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকেলে কক্সবাজার পৌরসভার নাপ্পাঞ্জাপাড়ার ড্রেনে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি, মারা যাওয়া আশরাফুল ইসলাম গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। আশরাফুল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার রহমত উল্লাহর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। গত শনিবার (২৮ অক্টোবর) প্রতিদিনের মতো খেলতে যায় সে। এরপর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তিনদিন পর ড্রেন থেকে তার লাশ উদ্ধার হয়।

 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, শিশুটিকে হত্যার কোনো মোটিভ মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আমির,সিএনএন বাংলা২৪