ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় নুরুল ইসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া :

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ৷ এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর সন্তান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় সাথে ছিলেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ।

 

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি। এতে করে গত ১৮ বছর ধরে উখিয়া উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ দ্বিতীয় শ্রেণীতে ৩৬ জন ও চতুর্থ শ্রেণীতে ৩৬ জনসহ মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট