ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আবদুল রহিম জয় চৌধুরী

দাগনভূঞা উপজেলাধীন রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপুয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উডিয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাজাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন মামুন।

বিদ্যালয়ের সভাপতি কাজল রেখার সভাপতিত্বে ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সদস্য সচিব গোলাম মাওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক ইসি কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা থানার ওসি মো: আবুল হাসিম,সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, প্রেস ক্লাবের সভাপতি মো. ইয়াসীন সুমন,বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুর রহমান,বর্তমান প্রধান শিক্ষক শামছুল আরেফীন,সাবেক ছাত্র প্রকৌশলি শহিদুল ইসলাম,শেখ আহম্মদ ভূঞা, আব্দুল্লাহ আল মামুন, নুরুল আবছার ও আবুল কালাম আজাদ প্রমুখ।