ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আল মদিনা সুপার শপ উদ্বোধন করল পৌর মেয়র আইয়ুব বাবুল

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ায় সুগন্ধা আবাসিকে (পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন) আল মদিনা সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হাজী এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, দিদারুল আলম, ডা: খোরশেদ আলম, নুরুল হাসান সেলিম, শহীদ সবুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মকসুদুল আলম, সাধারণ সম্পাদক ও সুপার সপের মালিক হারুনুর রশীদ, আল মদিনা হোটেলের পরিচালক ফরিদ আহমদ সওদাগর,মুহাম্মদ নুরুচ্ছফা সওদাগর প্রমুখ।

 

এ সময় পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন, মহান আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। তাই ব্যবসার মাধ্যমে সহজে উন্নতি লাভ করা যায়। তিনি বেশী মুনাফা নয়, সেবার মানষিকতায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার আহবান জানান। তিনি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান। পরে এতে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়।