ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় কাউন্সিলরের শরীরে ডেঙ্গু শনাক্ত

মোস্তফা কামালউদ্দিন, চকরিয়া:

কক্সবাজার জেলার চকরিয়ায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গোলাম কাদেরর পুত্র ও ওই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলামের শরীরে ডেঙ্গুর রোগ ধরা পড়েছে।

 

চকরিয়া হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ায় তাকে স্থানীয় বেসরকারি ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনিক হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আক্তার আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সলর সাইফুল ইসলামের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার চিকিৎসা চলছে।

 

এ ব্যাপারে চকরিয়া সরকারি হাসপাতালে প্রাশাসনিক কর্মকর্তা ডাক্তার শুভন দপ্তের সাথে যোযাযোগ করা হলে তিনি কোন ধরনের সৎ উত্তর দিতে রাজি নয় বলে জানান এবং ইতিপূর্ব বর্তমান চকরিয়া হাসপাতালের শিশুকীশোরদের শরীরে এইসব রোগ ধরা পড়লেও তিনি ও তার সহযোগিরা কোন ধরনের সৎ উত্তর দিতে রাজি নয় বলে জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪