ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের সম্মাননা পেলেন মহেশখালীর আনচারুল করিম

আবুল কাসেম, মহেশখালী :

চকরিয়া কোরক বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক মো: আনছারুল করিম চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের সম্মাননা পেয়েছেন। তাঁর বাড়ী মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকায়।২৫ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে চকরিয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. আনছারুল করিমের হাতে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

পুরো অনুুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। এসময় একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪