ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া দোকান মালিক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া

পটিয়া দোকান মালিক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে।

এতে প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি হাজী এমএ ইউসুফ।

সহসভাপতি ওসমান গনী খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি কামাল উদ্দিন, দিদারুল আলম, জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, ডা: খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান সেলিম, হারুনুর রশীদ, কানুন রশিদ প্রমুখ।

এতে প্রধান বক্তা হাজী এমএ ইউসুফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি আজীবন ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি করেছেন। পৃথিবী যতদিন থাকবে তার নাম অবিস্মরনীয় হয়ে থাকবে। তিনি বাঙালির নয়, বিশ্বের অবিসংবাদিত নেতা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪