ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাগর ভাসমান ট্রলার থেকে ২১ জেলে উদ্ধার

সিএনএনবাংলা২৪,কক্সবাজার

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

আজ বুধবার দুপুরে তাদের উদ্ধার করে করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে কোস্টগার্ড স্টেশনের লেফট্যানেন্ট কমান্ডার এইচএম লুৎফুল্লাহিল মাজেদ।

তিনি জানান, গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে গত ১০ দিন ধরে এফবি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলারের ২১ জন জেলে পানিতে ভাসছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে।

একপর্যায়ে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় আরও জানানো হয়, উদ্ধারকৃত জেলেদের সবাই সুস্থ আছেন, এবং তাদের সবাইকে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলেরা সবাই ভোলার মনপুরা এলাকার বাসিন্দা।

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪