ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণের ভিডিও পাঠিয়ে বিয়ে পণ্ড: কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

সারাবাংলা ডেস্ক :

কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে একজনকে পৃথক তিনটি ধারায় মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা। অনাদায়ে আরও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ধর্ষণের মামলাটি পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন রয়েছে।

 

 

বুধবার (৭ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় আসামিকে এ সাজা দেয়া হয়।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালতের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। সাত বছরের সাজাপ্রাপ্ত আসামির নাম সিরাজুল ইসলাম শিরু (৫৬)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার মৃত মসলেম খলিফার ছেলে। সূত্র: বাংলার সময়।