ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রফিক ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব

প্রেস বিজ্ঞপ্তি :

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য রফিক ভুইয়া রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন। পুলিশ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় টিয়ারশেলের আঘাতে প্রাণ হারান তিনি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আমিন উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স, সাহিত্য সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মো: হাসান, নির্বাহী সদস্য ইয়াছমিন মুন্নী, শাকের বিন ফয়েজ এবং অন্যান্য সকল কর্মকর্তা ও সাধারণ সদস্যরা।

 

কক্সবাজার জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহপাক মরহুমের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।