ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে গাঁজাসহ একজন আটক

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা অভিযান চালিয়ে গাঁজাসহ সাহাব উদ্দিন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ধৃত যুবক সাহাব উদ্দিন প্রকাশ সাবু, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১নং ওয়ার্ডের নবী হোসেন এর পুত্র। সোমবার (১৭জুলাই) এ অভিযান পরিচালনা করে শিকলবাহা পুলিশ ফাঁড়ি। পুলিশের অভিযানিক দল শিকলবাহা ৪নং ওয়ার্ডের ওয়াহেদ মিয়া পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫কেজি গাঁজাসহ নগদ নয় হাজার টাকা জব্দ করে।

 

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪