ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ধুলোবালিতে ‘অস্বাস্থ্যকর’ জলজটের চট্টগ্রাম

নিউজ ডেস্ক :

বর্ষায় জলজট। শুষ্ক মৌসুমে ধুলোবালি। প্রতিবছর শীত এলেই নগরবাসীকে পথ চলতে হয় এসবের সঙ্গে লড়াই করেই।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) তথ্যমতে আজ মঙ্গলবার চট্টগ্রামের বাতাস অস্বাস্থ্যকর। সকাল ১২টায় বায়ুমানের কোয়ালিটি ইনডেক্স ছিল ১১৭, বাতাসে ভেসে বেড়াচ্ছে ‘বস্তুকণা ২.৫’ নামের অতিসূক্ষ্ম পদার্থ। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এছাড়া প্রতিষ্ঠানটির তথ্যমতে মঙ্গলবার চট্টগ্রামের বাতাসের গতিবেগ ১৪ দশমিক ১ কিলোমিটার, আদ্রতার পরিমাণ ২০ শতাংশ।