ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নে ঢেউটিন বিতরণ

মো:হেলাল উদ্দিন ,চকরিয়া:

 

চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্থদের মাঝে চকরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ নভেম্বর দুপুর ১২.০০ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর সভাপতিত্বে ঢেউটিন ও নগদ টাকা বিতরন অনুষ্টান শুরু হয়। এসময় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে সাংসদ জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

 

১২৫ জন জাফর আলম উপকার ভোগির মধ্যে প্রত্যেককে ১ বান টিন,নগদ ৩০০০ টাকা তুলে দিয়ে উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বিভিন্ন দূর্যোগে সরকারের সহায়তা এবং নানাবিধ উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।