ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে আবাসিক হোটেল থেকে ২০ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- নূর আলম (৫০), জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নূর আলম (৩৭), মুহাম্মদ হোসাইন ( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক আহমদ ( ২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি, ও ই ব্লকের বাসিন্দা।

 

আটকদের মধ্যে ইউসুফ জানান, বান্দরবানের ফজল করিম মাঝি নামের এক ব্যক্তি ২০ রোহিঙ্গাকে কাজের কথা বলে পর্বত হোটেলে রাখেন। পরে পুলিশ হোটেল থেকে তাদের আটক করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

 

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি আবাসিক হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪