ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের শিকারিকান্দায় বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস শিকারীকান্দা এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জন ও ময়মনসিংহ মেডিক্যালে আরও একজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতের হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, রাত ১২টা ৪০ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পরে আমাদের পাঁচটি ইউনিটসহ পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালায়।

সিএনএন বাংলা২৪