ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

 

মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী সোহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নাঈম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, ৭ নভেম্বর বিকালে ফেসবুকে একটি ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়া সহ কয়েকজন মিলে নাঈমকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তারা নাঈমকে আহত করে। খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।