ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
শিক্ষানুরাগী, দানবীর, বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী মাহবুব উল্লাহর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (০৫-ই নভেম্বর) বাদ আছর ঢাকার ধানমন্ডি- ২৭ নম্বরে ও নিজ গ্রামের বাড়ি কাউলীবেড়া, ভাঙ্গা সরকারি কেএম কলেজসহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মাহফিলে মরহুমের পরিবারের সদস্য,আত্বীয়স্বজন, আমন্ত্রীত অতিথিগণ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রয়াত মাহবুব উল্লাহ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শহীদুল্লাহ ও সংগীতশিল্পী সাদিয়া মাহাবুবের বাবা। তিনি ১৯১৬ সালে জন্মগ্রহন করেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কাউলীবেড়ায় কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়, ভাঙ্গায় সরকারী কাজী মাহবুবউল্লাহ কলেজ, কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা বালিকা উচ্চসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। পরে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন।
গত ২০০৯ সালের ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ঢাকার সমরিতা হাসপাতালে ৯৭ বছর বয়সে বরেন্য এ শিক্ষানুরাগী ইন্তেকাল করেন। দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন প্রয়াত মাহবুব উল্লাহ কাজীর বড় ছেলে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও তার পরিবারের সদস্যরা। এছাড়াও এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এম হক বাবু ও কামরুজ্জামান কাফীসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নের্তৃবৃন্দগন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ্ সাকলায়েন ও শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আলেমগন ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দসহ বিশিষ্টজনেরা। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাউলীবেড়া জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ।