ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪ এপিবিএন’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

১৪ এপিবিএন’র সভা কক্ষে অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- ১৪ এপিবিএন’র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল, সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) কাজী রুবাইয়াত রুমী ও বিভিন্ন পদমর্যাদার সদস্য, বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অপারেশন অফিসার।

 

সভায় অংশগ্রহণ করা মাঠ পর্যায়ের অফিসার ও সদস্যরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা, সক্ষমতা ও অপরাধ মোকাবিলায় তাদের উদ্যোগের কথা তুলে ধরেন।

 

সভায় অধিনায়ক সমস্ত ব্যাটালিয়নের দক্ষতার ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘১৪ এপিবিএন সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।’

 

তিনি বিশেষ করে রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে ১৪ এপিবিএন’র সকল সদস্যের ত্যাগের কথা স্বীকার করে ধন্যবাদ জানাব।

 

সভায় কীভাবে অপরাধ দমন করা যায় তা নিয়ে কর্মকর্তারা নিজেদের মতামত ও পরিকল্পনার কথা প্রকাশ এবং ১৪ এপিবিএন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে অধিনায়ক ব্যাটালিয়নের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪