বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ব্যবসায়ী জয়নাল হত্যার বদলা নিতে মামলার আসামি আবু ছৈয়দ হত্যাকান্ডের প্রধান আসামীর বসতঘরের দরজা-জানালা ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে- এমন দাবি ভুক্তভোগী পরিবারের।
১২ অক্টোবর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ায় আলী আকবরের বাড়ীতে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
আলী আকবরের মা শাফিয়া বেগম বলেন, রাতে ২০-৩০ জন সংঘবদ্ধ লোক এসে আমার ঘরের জানালার থাইগ্লাস ভাঙচুর করে। এসময় আমি নিষেধ করলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে টেবিল চেয়ার, আলমারি, গ্যাসের চুলা, আমার পুত্রবধূর ওয়াল শোকেস, ফ্রিজসহ নানা জিনিসপত্র ভাঙচুর করে। এমনকি তারা আমার ঘরের আলমারি ভেঙ্গে জমির দলিলপত্রসহ ডকুমেন্টস ছিঁড়ে ফেলে। এসময় ঘরে থাকা আমার পুত্রবধূর ৫ ভরি স্বর্ণঅংলকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তারা আমার মতো একজন বয়োবৃদ্ধাকে মারধর করেছে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।