ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে জেলহত্যা দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোংম্পনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি মোঃ ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার, কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল লালু, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সাধারণ সম্পাদক ফায়সাল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার আবরার প্রমুখ। এদিন সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।