ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষাসৈনিক আবু মিয়া আর নেই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী :

 

পটুয়াখালীর ভাষাসৈনিক ও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন আবু মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্ৰহী রেখে গেছেন।

 

বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর শহরের চরপাড়ায় জেলা প্রশাসক ঈদগাহ মাঠে আবুল হোসেন আবু মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ভাষাসৈনিক আবুল হোসেন আবু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পটুয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

 

আবুল হোসেন আবু মিয়া বায়ান্নর ভাষা সংগ্রামী, শহীদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য, আবু মিয়া শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে সরব উপস্থিতি ও দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪