ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাচদের ১৭৯ রানে অলআউট করল আফগানরা

ক্রীড়া বাংলা ডেস্ক :

বিশ্বকাপের তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডসকে ১৭৯ রানেই অলআউট করে দিল আফগানিস্তান। জয়ের জন্য আফগানদের প্রয়োজন মাত্র ১৮০ রান। এই ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে আর এক ধাপ এগিয়ে যাবে মোহাম্মদ নবিরা। ইতোমধ্যে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে রয়েছে আফগানিস্তান। আজ নেদারল্যান্ডস এবং পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সেমিফাইনালে চলে যাবে আফগানরা।

 

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ। ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান। আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।