ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফখর-বাবরের ফিফটির পরও হেরে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
ঠিক যেন গত ম্যাচের পুনরাবৃত্তি। বড় লক্ষ্যের জবাব দিতে গিয়ে শুরুর দশ ওভার কক্ষপথেই ছিল পাকিস্তান।

কিন্তু শেষ দিকে নিউজিল্যান্ডকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন পেসাররা। শুধু তা-ই নয়, জয়ও নিশ্চিত করেন।
হ্যামিল্টনে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে ২-০তে এগিয়ে গেল তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সঙ্গে ৫৯ রানের জুটির পর কেইন উইলিয়ামসনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ফিন অ্যালেন। হ্যামস্ট্রিং চোটের কারণে অবশ্য ২৬ রান করে মাঠ থেকে উঠে যান উইলিয়ামসন।

বিধ্বংসী ইনিংসে ৪১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন অ্যালেন। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৩ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে ৮ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় কিউইরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ।

জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনার সায়েম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। তবে প্রতিরোধ গড়েন ফখর জামান ও বাবর আজম। তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন তারা। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করা ফখরকে বোল্ড করে কিউইদের ম্যাচে ফিরিয়ে আনেন অ্যাডাম মিলনে। পরে বাবর একপ্রান্ত লড়াই করে গেলেও কিউই পেসারদের তোপে ১৭৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন বাবর।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ৩৩ রান। এছাড়া দুটি করে শিকার করেন টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ সোধি।