ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলাউড়ার বাল্যবিবাহ আয়োজন, বাবাকে জরিমানা

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বাল্যবিবাহের দায়ে বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান।বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। এক কিশোরের বিয়ের আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গেলে বরের বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বাবা লিয়াকত আলী। পরে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

ইউপি সদস্য উম্মর আলী ও কবির উদ্দিন বলেন, বরের মা ও বোন ৯৯৯ কল দিয়ে জানান এবং তাদের এই সহযোগিতায় আমরাও এই বাল্যবিবাহ প্রতিরোধ করি। ছেলের জন্ম সনদ সঠিক ভাবে প্রমাণিত না করায় রাতে মোবাইল কোর্টের মাধ্যমে এসিল্যান্ড মোঃ মেহেদি হাসান এসে বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদি হাসান জানান, বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছেলের বাবা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএনএন বাংলা২৪