ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের সুষ্ঠু নির্বাচনে কমিশন গঠন ও দ্রব্যমূল্য কমানোর দাবি

চট্টগ্রাম অফিস :

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে সোমবার (৩০অক্টোবর) নগরীর সিইপিজেড চত্বরে জনসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, স্বাধীন নির্বাচন কমিশনার গঠন করে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, দেশের বর্তমান পরিস্থিতিতে জমিনের জন্য দ্রব্যমূল্যর উর্ধ্বগতি দাম বৃদ্ধি এবং অবৈধ সিন্ডিকেট ব্যবসায়ীদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

 

 

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দূরবৃত্তকে প্রতিহত করতে হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– আলম রাজু, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, মোহাম্মদ আবদুর রহিম, এইচ এম সাদেক, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল অদুদ, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবু তাহের, সাইফুল ইসলাম আরমান, মোহাম্মদ দিদারুল আল, হাফেজ মোহাম্মদ মনির উদ্দীন ও শহিদুল ইসলাম প্রমুখ।