ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ : আহত ১

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ২জন নিহতসহ আহত হয়েছেন আরও ১জন।

মঙ্গলবার রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলফার সৈয়দ আজমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই এসএম আজিজুর রহমান খোকন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

নিহত এসএম আজিজুর রহমান খোকন (৩৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের আহমদুর রহমানের পুত্র ও অপর ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার সৈয়দ মুরাদের পুত্র সৈয়দ আজম (৪০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের বাস সাথে মোটরসাইকেল এর সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বোরহার উদ্দিন (৩০) নামের ১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাহফীম নওশাদ জানান।

 

চট্টপগ্রামে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪