ই-পেপার | বৃহস্পতিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নুর মোহাম্মদ:

কক্সবাজারের ঈদগাঁওতে চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবদের নিয়ে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট ইউনিয়ন পরিষদ সংক্রান্ত এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

 

রবিবার ২৫জুন ঈদগাঁও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ ৬১ জন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর পরিচালক ও যুগ্ম সচিব মোঃ সবুর হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ নাসিম আহমেদ ও ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪