ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুচকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করলো বিক্রেতা

ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় আট বছর বয়সী শিশুকে ফুচকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিরাজ খলিফা (৩৩) নামে এক ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে বন্দর থানার কলসিদীঘি পাড়ের পকেট গেটের মহসিন কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ খলিফা (৩৩) পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার আবুল হোসেন খলিফার ছেলে। তিনি পেশায় একজন ফুচকা বিক্রেতা।

 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, বিকেলে ওই শিশু ছাদে বালতি আনতে যায়। এসময় অভিযুক্ত মিরাজ ফুচকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে তার রুমে নিয়ে যায়। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করায় বাসার মধ্যে কেউ ছিল না। এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে মিরাজ এবং কাউকে না বলতে বারণ করেন।

 

তিনি আরও বলেন, মায়ের কাছে গিয়ে শিশুটি সবকিছু জানালে স্থানীয়রা মিলে অভিযুক্ত মিরাজকে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় মিরাজকে একমাত্র আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ধর্ষণের কথা স্বীকার করেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪