ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

রোকনউদ্দিন জয়, চট্টগ্রাম :

 

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে চট্টগ্রামের এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ- ছাত্রলীগের যৌথ উদ্যাগে রোববার দুপুরে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল এনায়েত বাজার মোড় তিন পুলের মাথা হয়ে কাজীড় দেউরি মোড়, লাভলেইন, বিমান অফিস সম্মুখে হয়ে পুনরায় এনায়েত বাজারে মোড়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

এসময় বক্তারা বলেন, উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি -জামায়াত হরতাল দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিপু ঘোষ বিলু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেবাষীশ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মোহাম্মদ মোরশেদ আলম, রতন ঘোষ, মোঃ জাহেদ, মোঃ ফরিদ, মোঃ তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম, গোবিন্দ দত্ত।

 

এসময় উপস্হিত ছিলেন আবুল কাসেম মাসুদ, মোঃ হায়দার, কাজল দে ,আবু তাহের রানা, মোঃইকবাল, মোঃরুবেল, অন্তর হোড়, মোঃ ইসমাইল সাকিব, মোঃ জুনায়েদ, টুটুল দাশ, হাসমত খান আসিফ, এম ইউ সোহেল, অর্ণব দেব, মোঃ আবদুস শুক্কুর, সাফায়েত হোসেন রাজু, মোঃ আলিফ, রতন চৌধুরী, মোঃ হোসাইন চৌধুরী, তৌহিদুল করিম ইমন প্রমুখ।