ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর যোগদান

আব্দুল বাছিত খান,জেলা সংবাদদাতা,মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসাবে মোঃ মনজুর রহমান পিূপিএম (বার) এর যোগদান করেছেন আজ ২৭ জুলাই।
আজ দুপুরে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে- বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সবশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালোকাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪