ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানা উদ্বোধন এবং হাফেজ মুশফিককে সংবর্ধনা

রিপোর্ট: সেলিম উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের ব্যাক্তিগত উদ্যোগে নিজ গ্রাম রামু উপজেলার জোয়ারিয়ানালায় নবনির্মিত জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন হয়েছে।

 

একই দিন বাদে জুমা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী, কক্সবাজারের কৃতি সন্তান হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন এসএম সাদ্দাম হোসাইন। এসময় নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

 

শুক্রবার জুমার নামাজ ও বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদ উদ্বোধনের পর প্রায় ১ হাজার মুসল্লীর মাঝে খাবার পরিবেশন করা হয়।

ছাত্রনেতা সাদ্দামের নিজ অর্থায়নে জীর্ণ শীর্ণ মসজিদটি পায় আধুনিকতার ছোঁয়া ও আধুনিক নির্মান শৈলী। মসজিদ কমপ্লেক্সে রয়েছে মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া এতিমখানায় ২০ জন ছাত্রের বিশেষ সুবিধাসহ আবাসিক ব্যবস্থাও থাকবে।