ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় লবণ ভর্তি ট্রাক উল্টে চালক আহত

স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া :

 

কুতুবদিয়ায় লবণ নিয়ে যাবার পথে উল্টে গেছে ট্রাক । ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার দিকে দক্ষিণ ধূরুং নূড়ার পাড়া রাস্তার মাথায় আজম রোডে এ দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয় আলী ফকির ডেইল গ্রামের মিজবাহ উদ্দিন জানায়, সকাল ১০ টার দিকে ধূরুংকাচা গ্রামের তারেক মোহাম্মদ নওশাদ এর ১২০ মণ লবণ লোড করে দরবার ঘাটের দিকে যাচ্ছিল।

 

আজম সড়কে নূড়ার পাড়া রাস্তার মাথায় দু’দিন আগে দেয়া স্পীড ব্রেকারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাড়ির বেড়া ভেঙে ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক ও হেল্পার আহত হন। ট্রাকটি লেমশীখালী রাজাখালী গ্রামের মিন্টুর বলে জানা গেছে।

 

সিএনএনবাংলা২৪