ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতিয়ায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, আটক ২৯

হানিফ সাকিব,হাতিয়া :

হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ২টি বোট সহ ২৯ জন জেলেকে আটক করেছে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ। রবিবার নিঝুমদ্বীপের দক্ষিণে তিনচর নামক নদীতে মৎস্য আহরণের সময় নৌপুলিশের নিয়মিত টহল কালে দুইটি বোটের ২৯ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে দুই জেলে নাবালক বলে জানা যায় । এসময় বোটে থাকা দুই শত কেজি মাছ ও ২ হাজার মিটার জাল আটক করা হয়। বিকেল সাড়ে তিনটায় নাগাদ বোট ও আটককৃত জেলেদেরকে তমরদ্দি কোস্টগার্ড জেটিতে নিয়ে আসা হয়।

এসময় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় ২৭ জনকে ৫০০০ টাকা করে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃত মাছ গুলো হাতিয়া উপজেলা তিনটি এতিম খানাতে দান করা হয়। জব্দকৃত নৌকা ও জাল নিঝুমদ্বীপের ইউটি সদস্য কেফায়েত উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবিষয়ে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমাদের টহল অব্যাহত থাকবে।