ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এটিএন বাংলার বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম ব্যুরো:

১৫ জুলাই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবর্ষিকী। চ্যানেলটি পথচলার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে । অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।

এই উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটির ২৭তম বর্ষপূর্তির অনুষ্ঠান।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জামালখানে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এটিএন বাংলার জ্যেষ্ঠ ব্যুরো চিফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, প্রেসক্লাবের বর্তমান সভাপতি ‌মোঃ সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিদসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকগণ। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

 

উপস্থিত অতিথি ও নগরের কয়েকটি এতিমখানা, মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪