ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশুকে হত্যা করে ফ্রিজে রেখে দেওয়ার ঘটনার প্রধান আসামী গ্রেফতার

সিএনএন বাংলা, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা কামাল হারুনের স্ত্রী সুমা আক্তার গত ১০ মে তার বাসার দশ বছরের গৃহকর্মী মিফতাহ মণিকে পাশবিক নির্যাতন করে। এর ফলে শিশুটির মৃত্যু হয়। হত্যাকান্ডে পর সুমা আক্তার তার স্বামীর সহযোগিতায় শিশুটির মরদেহ বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেয়। পরে চতুরতার সাথে গৃহকর্মীর পরিবারকে জানানো হয়, ডায়রিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তীতে গৃহকর্মীর মরদেহ এ্যাম্বুলেন্সের মাধ্যমে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সুমা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা মৃতদেহের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তীতে মরদেহ ফ্রিজে রাখার আলামত পেয়ে চকরিয়া থানাকে অবহিত করে। এ ব্যাপারে নিহত গৃহকর্মী মিফতাহ মণির পিতা মোঃ সৈয়দ নুর বাদী হয়ে গত ১৬ মে চকরিয়া থানায় একটি হত্যামামলা (নং- ৩৪/২১৫) দায়ের করেন।

বহুল আলোচিত ও লোমহর্ষক এই ঘটনাটি জানার পর থেকেই কক্সবাজারসহ সমগ্র বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডটি সংঘটনের খবর পাওয়ার পর থেকেই র‍্যাব-১৫ আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং র‌্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে। র‌্যাব বিভিন্ন মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করার চেষ্টা করা হলে আসামীরা গ্রেপ্তার এড়াতে বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করতে থাকে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে র‍্যাব-১৫, কক্সবাজার’র একটি আভিযানিক দল কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে ঘটনার প্রধান আসামি সুমা আক্তার (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সুমা আকতার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কামাল হারুনের স্ত্রী।

র‍্যাব জানায়, গ্রেফতার সুমা আকতার শিশু মিফতা মণিকে হত্যার কথা স্বীকার করেছে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪