ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে হাতি শাবকের মরদেহ উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দেড় বছর বয়সী একটি বন্য হাতির বাচ্চা মৃত অবস্থায় উদ্ধার করেছে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। বিষয়টি জানিয়েছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ। শুক্রবার (৭জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে উপজেলার চাম্বল বনবিট কার্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বনের পাশে একটি জমিতে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে কয়েকজন বনপ্রহরী হাতিটিকে পাহারা দেন। শনিবার (৮ জুলাই) সকালে বনকর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ও লোকজন ঘটনাস্থন পরিদর্শন করে ময়ন্ত তদন্ত করে।

এ বিষয়ে আনিসুজ্জান শেখ জানান, খাদ্যাভাব দেখা দিলে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে বন্য হাতির দল। সংরক্ষিত বনাঞ্চলের বাসিন্দাদের ধাওয়া খেয়ে পাহাড় থেকে পড়ে  হাতির মৃত্যু হয়েছে।’

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিসার ডা. সুপন নন্দী জানান, ‘হাতির বাচ্চার মৃত্যুর খবর পেয়ে আমরা ও বনকর্মকর্তার লোকজন ঘটনাস্থন পরিদর্শন করি। হাতির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাকৃতিকভাবে মারা যায়।’

 

নুর মোহাম্মদ, সিএনএনবংলা২৪