ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে নবজাতকসহ দু’জনের মরদেহ উদ্ধার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজারের রামু হতে নবজাতকসহ দুইজনের অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে রামু থানার পুলিশ।

 

বুধবার (১৮ অক্টোবর) সাড়ে ১২ টার সময় রামুর চাকমারকুল ইউনিয়নের এন আলাম ফিলিং স্টেশনের সামনে বাঁকখালী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

এদিকে একইদিন সন্ধ্যার বুধবার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা পাহাড়তলি থেকে কার্টন ভর্তি এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

 

উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী রামু থানার এসআই অসীম কুমার জানান, তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যতা নিশ্চিত করেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪