ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সিএমপির সাফল্য

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এ সিএমপি থেকে অংশগ্রহণ করে কনস্টেবল ইয়ামিন ১৫০০ মিটার ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় এবং এটিএসআই-শাহাদাৎ চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন।

 

ক্রীড়া ক্ষেত্রে তাদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম -পিপিএম (বার) ।বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ১৮টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের নারী ও পুরুষ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

 

উল্লেখ যোগ্য ইভেন্টের মধ্যে ছিল-সাইক্লিং, দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ,উচ্চ ও দীর্ঘ লাফ এবং রিলে।এই কৃতিত্ব অর্জনে সকল পুলিশ সদস্য কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।একই তিনি সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪