ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় শেখ রাসেল দিবস পালিত

এসএম জুবাইদ, পেকুয়া :

 

কক্সবাজারের পেকুয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় এবং প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। ১৮ অক্টোবর বেলা ১২ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার ওলফাত জাহানের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম শাহাদাত হোসেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।

 

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ইউএনও পূর্বিতা চাকমা।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪