ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহ্যবাহী মুক্তাগাছার মণ্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

ময়মনসিংহে মুক্তাগাছায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে প্রসিদ্ধ গোপাল পালের মণ্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মুক্তাগাছার মণ্ডার দোকানে ভোক্তা অধিকারের অভিযানে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুক্তাগাছা শহরের প্রসিদ্ধ মণ্ডার দোকানকে (গোপাল পালের মণ্ডার দোকান) ভোক্তা সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৫ ধারায় জরিমানা করা হয়েছে। অভিযানে মুক্তাগাছা থানা পুলিশের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম এবং কৃষি বিপণন কর্মকর্তা জিল্লুর বারি উপস্থিত ছিলেন। একই অভিযানে আরও ৬টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।