ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ ঈদগাঁওতে স্থাপনের যৌক্তিকতা

কক্সবাজার অফিস :

কক্সবাজার বিশ্ববিদ্যালয় ঈদগাঁও উপজেলায় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেছেন প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।

 

কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী বলেন, ভৌগোলিক স্থান ও যোগাযোগের ভিত্তিতে ঈদগাঁও এলাকাটি কক্সবাজার জেলার ৯ টি উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত। এই উপজেলাটি কক্সবাজার জেলার প্রায় মাঝখানে অবস্থিত।

 

এইখানে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ স্থাপিত হলে কক্সবাজার জেলা ছাড়াও বান্দরবান পার্বত্য জেলার লামা, আলিকদম, রোয়াংছড়ি, থানছি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার্থীরাও অতি সহজেই এখানে আসতে পারবে। ঈদগাঁও বাজার হতে বাইশারী ও ঈদগড় রোডে চার-পাঁচ মাইলের মধ্যে সবুজবেষ্টিত পাহাড়ি জায়গা আছে। এই এলাকাটি ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ন্যায় এই বিশ্ববিদ্যালয়ের স্থান অনিন্দ্য সুন্দর ও মনোমুগ্ধকর হবে।

 

কক্সবাজার উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কাজ অতি দ্রুত আরম্ভ হোক- সেই প্রত্যাশাও করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট