ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি :

 

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে চালক মোহাম্মদ মানিক (২৭) নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক এসএম রাশেদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লরির নিচ থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪