ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন ও বন্ধুহীন হয়ে পড়েছে : ওয়াদুদ ভুইয়া

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিএনপির উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের মিল্লাত চত্বর সড়কের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।

 

সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, দেশে জনবিচ্ছিন্ন ও বিদেশে বন্ধুহীন হয়ে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগ এখন দিশেহারা হয়ে পড়েছে। কখন কি বলে তারা নিজেই জানে না। এই স্বৈরশাসকের সাথে রাজপথে ফয়সালা হবে। সরকারকে বিদায় না করে আমরা ঘরে ফিরবো না।

 

ওয়াদুদ ভূইয়া বলেন, হুংকার দিয়ে লাভ নেই। ১৭ বছর এ দেশের মানুষকে শোষণ করেছেন। গুম, খুন আর লুটপাটের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বাংলার মানুষ জেগে উঠেছে। বন্ধু রাষ্ট্রগুলোও এ সরকারকে না করে দিয়েছে, এবার বিদায় নিতে হবে।

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া।

 

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, কংচাইরী মারমা, নাছির আহম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪