ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় মিলাদুন্নবী : ‘ রাসুল পাপাচারমুক্ত জীবনের শিক্ষা দিয়েছেন’

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়া থানা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন পটিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান। বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম, ফরিদুল আলম, জসিম উদ্দিন, লিয়াকত আলী। তাকরির করেন মৌলানা আলহাজ্ব জয়নুল আবেদীন ও মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা রেজাউল করিম।

এতে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ) আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন। যা প্রতিপালন করলে জীবনের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি মদ-জুয়াসহ সবধরণের অসমাজিক কর্মকান্ডকে জিরো টলারেন্সে নিয়ে আসতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 

আমির , সিএনএনবাংলা২৪