ই-পেপার | মঙ্গলবার , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দায়িত্ব হালকাভাবে নেবেন না: ভোটগ্রহণ কর্মকর্তাদের সিইসি

সিএনএনবাংলা২৪:অনলাইন ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল,ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে ভোটাররা, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের অধিকার কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না। নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ভোটার তাদের ভোট প্রদানের অধিকার রয়েছে, সেই অধিকারকে কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না।

তিনি আরও বলেন, ভোটদানে কোনো বাধা-বিপত্তি যেন না হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব কোন প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়। নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের।

 

এইচ এম কাদের:সিএনএন বাংলা২৪