নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৪০ গ্রামের বিশ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।
বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি। এছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও হানাফি মাজহাবের অনুসারীরা ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।
জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, বাউফল, গলাচিপা ও কলাপাড়াসহ মোট ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শত বছরেরও বেশি সময় থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজাসহ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছেন তারা। তাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা উচিত।
বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গনি বলেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে আমরা রোজা ও ঈদ পালন করছি। আজ আমাদের সঙ্গে জেলার ৪০ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪