ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে রাস্তায় বখাটেপনার অভিযোগে ১২ কিশোর গ্রেফতার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী :

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে চলাচলের রাস্তায় বেসামাল চিৎকার চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২) আবদুল্লাহ আল মামুন (১৮) সিরাজপুর ইউনিয়নের আবিদ শাহরিয়ার সিফাত (১৮) পৌরসভা ২নম্বর ওয়ার্ডের আহনাফ মাহি (১৮) তাহসিন সালমান (১৮) পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান জিসান (১৮) পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের মোনতাকিম হোসেন (১৮) মেহেদী হাসান (১৮) ইসপার হুদা তাবিব (১৮) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মো. ইকবাল তাহসিন (১৮) আরিফুর রহমান (১৮) পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (১৮)।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪