ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমি নিয়ে বিরোধে, বাড়ছে মামলার হার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম :

চট্টগ্রামে দিনে দিনে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বেড়েই চলেছে মামলার হার। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে হচ্ছে মামলা-হামলা। উপজেলাগুলোর মাঝে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চট্টগ্রাম জেলার বাঁশখালী, আনোয়ারা, পটিয়া , চন্দনাইশ।ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন কাপুড়িয়া পাড়ার আবদুল হক খানের বাড়ি এলাকায়। জোরপূর্বক ঘর ভাঙচুর ও দখলে নেওয়ার অভিযোগ এনে একরামুল হকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন এহছানুল হক।

 

এহছানুল হক সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষ আমার বড় ভাই। তাদের পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের সম্প্রতি বাসার সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তাদের কথা অনুসারে না গেলে আমি এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। এর জন্য আমি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা করেছি ,(সি.আর -১৩০৬/২০২০)জিডি নং ১১১৩/২০২১ ওসি.আর -১৬৬৩/২০২৩)এহছানুল হকের স্ত্রী জান্নাতুন নুরানি সাংবাদিকদের বলেন, আমিসহ পরিবারের সকলের নিরাপত্তা চাই। আমাকে বারবার অত্যাচার-নির্যাতন করেছে তারা। সর্বশেষ ঘরের ভেতরে আমাকে ঢুকিয়ে তালা মেরে মারধর করে ঘরের অনেক জিনিসপত্র ভাংচুর এবং দরজা-জানালা ভাঙচুর করেছে।

অভিযুক্ত মোহাম্মদ একরামুল হক খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মামলার বিষয় নিয়ে কিছু জানেন না বলে দাবি করেন।