ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে মহিলা মেম্বারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে সাগরে স্পিডবোট ডুবে এক সাবেক মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এই স্পিডবোট দুর্ঘটনায় আরও ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত সাবেক নারী ইউপি সদস্য ফিরোজা খাতুন (৬০) সেন্টমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের বাসিন্দা ও পর্যটক নিয়ে একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে আসার পথে বিকাল ৩টার দিকে বঙ্গোপসাগরে ‘গরা’ নামক স্থানে হঠাৎ বৈরি আবহাওয়ার কবলে পড়ে।

 

ফলে স্পিডবোটটি দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড ও স্পিডবোট সমিতির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপের হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।’

 

সেন্টমার্টিন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. নাঈমুর রহমান বলেন, ‘স্পিডবোট ডুবির ঘটনায় হাসপাতালে আনা ফিরোজা খাতুন নামে এক নারীকে মৃত অবস্থায় পেয়েছি। পরে আরো কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪